জিজ্ঞাসু:— আপনি বললেন _”পরশ মনির স্পর্শে লোহা শোনা হয়ে যায়।” _ আপনি তো সেই পরশমণিই_তাই নয় কি ??
গুরু মহারাজ:–আমি এতোক্ষণ কি বললাম__আর তুই কি বুঝলি!! কিছুই বুঝতে পারিসনি বলেই আগের মতোই ঐ একই জিজ্ঞাসা করে বসছিস! দ্যাখ্ আমাকে বিরক্ত করার চেষ্টা করবি না__আমি বিরক্ত হোলে তোর কি হবে জানিস?? ভারতীয় শাশ্ত্রে রয়েছে_”রুদ্র রুষ্টে গুরু ত্রাতা….” কিন্তু গুরু রুষ্ট হোলে _ত্রাণ করার কেউ থাকবে না!
কি রে ভয় পেয়ে গেলি নাকি? ভয় পাবার কিছু নাই__আমি তোদের দোষ দেখি না, তোদের অপরাধ নিই না! ভালো করে মন দিয়ে শোন_ আর এরপর থেকে সংযত হয়ে জিজ্ঞাসা করবি–কেমন!
দ্যাখ্__আমি পরশমণি নই, আমার সাথে এমন অনেকে এসেছে, যারা পরশমণি হয়ে কাজ করে চলবে। মা জগদম্বা আমাকে এবার কৌস্তভমণি করে পাঠিয়েছি, আমার কাজ হোলো__ অনেক পরশমণি তৈরি করা !
আগামীদিনে পরমানন্দকে কেন্দ্র করে পৃথিবীতে আধ্যাত্মিক প্লাবন হবে, আর তারজন্যই আমার অনেক পরশমণি তৈরির প্রয়োজন রয়েছে ৷৷
গুরু মহারাজ:–আমি এতোক্ষণ কি বললাম__আর তুই কি বুঝলি!! কিছুই বুঝতে পারিসনি বলেই আগের মতোই ঐ একই জিজ্ঞাসা করে বসছিস! দ্যাখ্ আমাকে বিরক্ত করার চেষ্টা করবি না__আমি বিরক্ত হোলে তোর কি হবে জানিস?? ভারতীয় শাশ্ত্রে রয়েছে_”রুদ্র রুষ্টে গুরু ত্রাতা….” কিন্তু গুরু রুষ্ট হোলে _ত্রাণ করার কেউ থাকবে না!
কি রে ভয় পেয়ে গেলি নাকি? ভয় পাবার কিছু নাই__আমি তোদের দোষ দেখি না, তোদের অপরাধ নিই না! ভালো করে মন দিয়ে শোন_ আর এরপর থেকে সংযত হয়ে জিজ্ঞাসা করবি–কেমন!
দ্যাখ্__আমি পরশমণি নই, আমার সাথে এমন অনেকে এসেছে, যারা পরশমণি হয়ে কাজ করে চলবে। মা জগদম্বা আমাকে এবার কৌস্তভমণি করে পাঠিয়েছি, আমার কাজ হোলো__ অনেক পরশমণি তৈরি করা !
আগামীদিনে পরমানন্দকে কেন্দ্র করে পৃথিবীতে আধ্যাত্মিক প্লাবন হবে, আর তারজন্যই আমার অনেক পরশমণি তৈরির প্রয়োজন রয়েছে ৷৷