জিজ্ঞাসু : আপনার কাছে এসব শুনে মনে হচ্ছে যেন, আমরা কোন অপার্থিব জগতে চলে এসেছি এবং আপনি একজন অপার্থিব মানুষ। আরও কিছু আপনার বাল্যকালীন জীবনকথা শুনতে ইচ্ছা হচ্ছে, যদি অনুগ্রহ করে বলেন ?

গুরুমহারাজ : ৫ বছর বয়সে আমার মাতৃদর্শন হয়। ‘৫’ এই সংখ্যাটা আমার জীবনে খুবই তাৎপর্যবহ। ৫ বছর বয়সে আত্মদর্শন বা মাতৃদর্শন, ১০ বছর বয়সে গৃহত্যাগ, ১৫ বছর বয়সে হিমালয়ে গুরুকুলের সঙ্গলাভ, ২০ বছর বয়সে সমাজে প্রত্যাবর্তন, ২৫ বছর বয়সে সন্ন্যাস, ৩০ বছর থেকে বিভিন্ন স্থানে আশ্রম প্রতিষ্ঠা ও পরিপূর্ণভাবে গুরুভাব ধারণ, ৩৫ বছর বয়সে প্রথম বিদেশ যাত্রা আর ৪০ বা ৪৫ বছর বয়সে আবার কি কি হবে তাও মা জগদম্বাই জানেন ?