জিজ্ঞাসু :– এখন (১৯৯০/৯১) T.V.তে বা বিভিন্ন গণমাধ্যমে খুব প্রচার করছে_ “মেরা ভারত মহান”! সিটিং -এ বসে যখন আপনার কথা শুনি, তখন মনে হয় সত্যিই “মেরা ভারত মহান”–!! গুরুমহারাজ :– T.V.-তে বা বিভিন্ন গণমাধ্যমে যেগুলো advertisement করছে “মেরা ভারত মহান”_ ওগুলো তো এক ধরণের eyewash ! সব রাজনৈতিক দল – মানুষের মনে সাময়িকভাবে স্থান করে নেওয়ার জন্য বা বলা ভালো মানুষের ভোট টানার জন্য অনেক ভালো ভালো কথা বলে, ভালো ভালো চিত্তাকর্ষক স্লোগান দেয়, advertisment করে, ঝুড়ি ঝুড়ি ভুয়ো প্রতিশ্রুতি দেয় – এইসবই তো হয় ! বর্তমান রাজনৈতিক দলগুলিতে সৎলোক, ত্যাগী লোক কজন আছে ? হাতে গুনে বলা যাবে। বেশিরভাগই তো অসৎ, ক্ষমতার অপব্যবহার করে, তাঁরা তো নিজের আর ছেলে-পরিবারের স্বার্থ দেখে – তাই নয় কি ? দেখছো না_পারিবারতান্ত্রিক রাজনীতির ধারা চলছে চারিদিকে ! এগুলো তো রাজতন্ত্রেরই প্রভাব ! তাহলে মানুষের মনোজগত আর উন্নত হোলো কই ? সময়ের সাথে সাথে বিবর্তনে রাজতন্ত্র থেকে গণতন্ত্রে সমাজ উন্নীত হয়েছে কিন্তু মানুষ সেই পিছনেই পড়ে রয়েছে !
যাই হোক, ভারতবর্ষের কথাই বলি । ১৯৪৭ সাল থেকে যদি রাজনেতারা নিজেদের স্বার্থ ভুলে শুধু দেশের জনগণের কথা ভাবতো, তাহলে কি ভারতবর্ষের ৭০ ভাগ লোক দুর্দশার মধ্যে থাকতো ? এখনও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ সবাই ঠিকমতো খেতে পায় না, এখনও এইদেশের সকল পরিবারের নিজস্ব পাকাপাকি মাথা গোঁজার ঠাঁই নাই ! এখনও গ্রামের গরিব মানুষ, কৃষক, শ্রমিকেরা চিকিৎসা পরিষেবার অভাবে রোগে ভুগে ধুঁকতে ধুঁকতে মারা যায় ! আর ১৯৪৭ সাল থেকে আজ পর্যন্ত দিল্লির ক্ষমতাসীন শাসকদলের নেতাদের সম্পদ বা সম্পত্তির খতিয়ান নাও – দ্যাখো তারা কি অবস্থায় রয়েছে ! ফুলে-ফেঁপে কুমড়োপটাশ হয়ে গেছে !
বিদেশে কালোটাকা টাটা-বিড়লাদের নেই তো ! এই ধরণের লোকদের আছে ! তাই, তাদের মুখে “মেরা ভারত মহান”- কথাটা স্লোগান এবং eyewash ছাড়া আর কিছুই নয়। ঐ ad-টা T.V.তে আমিও দেখেছি ! ওটাতে গোটাকয়েক সিনেমার অভিনেতাদের দেখায় আর কিছু অন্যান্য শিল্পীদেরকে দেখায় – যারা সকলে মিলে জাতীয় সঙ্গীত গাইছে !
কিন্তু আমি বুঝতে পারি নাএই ad-টায় filmstar-দের কেন দেখায় ? কোনো মহাপুরুষদেরকে এখানে রাখা হয় নি, তাদের কোনো ছবিও রাখা হয় না ! অন্যান্য field-এর কলাকুশলী থাকাটা তবু মানা যায়, কিন্তু filmstar-দেরকে কেন দেখানো হয় বলো তো এদের জন্যই কি ভারতবর্ষ নামক এই দেশটাকে মহান বলা হয় ? ওইসব লোকেদের জীবনযাত্রা(lifestyle) কি ? কোনো উন্নত আদর্শ রয়েছে ওদের জীবনে ? এরা রূপ-যৌবন আর অভিনয় কলাকে কাজে লাগিয়ে সস্তা জনপ্রিয়তা অর্জন করে এবং কোটি কোটি টাকার মালিক হয়ে ভোগ-ঐশ্বর্য্য-স্বেচ্ছাচারিতা-বিলাসিতায় ডুবে থাকে ! এই সমস্ত মানুষজনেদের মুখ থেকে আমি “মেরা ভারত মহান” শুনতে চাই না।
ভারতবর্ষ, এই দেশটি মহান – শুধুমাত্র সাধু-মহাত্মা-মহাপুরুষ, ঋষি-মুনিদের জন্য ! যাদের জীবনে শুধুই ত্যাগ, ত্যাগ আর ত্যাগ ! নিষ্ঠা, সংযম, শ্রদ্ধা, ভালোবাসা এবং নিরলস সাধনা দিয়ে জীবনের প্রতিটি ধাপ নিখুঁতভাবে বোনা ! এঁদের জন্যই – “মেরা ভারত মহান”। ….. (আলোচনাটি চলবে)