গুরুমহারাজের এই যে চশমা পড়া ছবিটা সম্বন্ধে তখন যা শুনেছিলাম _এটা ওনার নির্বিকল্প সমাধির পরে পরেই তোলা। নির্বিকল্পের পর বহুদিন পর্যন্ত উনি দেখতে, শুনতে পেতেন না। কথা বলতে পারতেন না। ধীরে ধীরে অবস্থার উন্নতি হোতে থাকে। তৎকালীন যাঁরা ওনার খুব কাছাকাছি থাকতেন (তৃষাণ মহারাজ, পুতুল মা, বনগ্রামের মুখার্জি বাড়ির লোকজনেরা এবং এইরকম আরো অনেকে) তাঁরা নানারকম ভাবে চেষ্টা করতেন যাতে গুরুমহারাজ আবার পূর্বের অবস্থায় ফিরে আসেন।
যখন উনি একটু আধটু বহির্জগতের দৃশ্য দেখতে শুরু করেছিলেন _তখন ওনারাই গুরুমহারাজকে চোখের ডাক্তার দেখিয়ে চশমার ব্যবস্থা করে দিয়েছিলেন।