[কথা ছিল “বাউলের মর্মকথা” গ্রন্থের শেষভাগে বাউল এবং বাউলিনী এই কবিতা দুটি এখানে দেওয়া হবে। আজ প্রথমটি।। ]
বাউল
~~~~~~
হে পৃথিবী,
আমার মরমিয়া মনে লাগে
তোমার প্রেমের উষ্ণ ছোঁয়া।
তোমার ঐ উন্মুক্ত উদার যৌবন
বারে বারে স্পর্শ করে আমাকে,
তোমার নির্বিকার ঐ নীরবতা অসহ্য
উথলিয়া ওঠে বাউলিয়া মন।
হে পৃথিবী—
পর্বতের চেয়েও ভারী ঐ যৌবন
আর পাহাড়প্রতিম ঐ পুরু নিতম্ব,হ
সেই তনু ঘিরে ভাসে মহাজাগতিক বিস্ময়,
আমার মনে লাগে মরমিয়া হিন্দোল,
আড়ষ্টবক্ষে বেজে ওঠে বাউলিয়া সুর।
হে পৃথিবী—
জীবনের জোয়ার ভাটায় বসে
পান করি সংযত জীবনে
রূপ রস সুধা ৷
ঐ দুগ্ধ ফেনর্নিভ সুউন্নত বক্ষে
তপ্ত স্তনবৃন্ত ঘিরে আছে
আমার আড়ষ্ট রক্তিম বৈরাগ্য।
হে পৃথিবী –
নীল বিস্ময় নিয়ে উঁকি মারে
আমার মরমিয়া মানবিক অস্তিত্ব।
ক্ষুদ্র নরম বক্ষ জুড়ে খেলা করে
আরক্ত লেলিহান আগুন
ত্রস্ত আমার দশ দিগন্ত।
হে পৃথিবী,
আমি বাউল – আমি শরণাগত,
গৈরিক চীর বাকলে ঢাকি নশ্বর শরীর,
জীবনের একতারাতে সাধি
বৈরাগ্যের তারে
মরমিয়া তানে বাউলিয়া গান।
হে পৃথিবী—
আমি বাউল, আমি শরণাগত
অনন্ত যাত্রাপথে ভবঘুরে পথিক।
সীমা-অসীমের খেলা আলখেল্লা ঢেকে
বাউণ্ডুলে হয়ে করি ভুবনভ্রমণ
আর মরমিয়া মনে গায়
বাউলের গান।
ও পৃথিবী -ও জীবন্ত প্রেম,
তোমার ঐশ্বরিক জিভ শুষে নেয়
পার্থিব মানবিক বিকার –
সার্বিক বিকৃতির হল অবসান।
এখন দেহ নেই, দেহাভিমান নেই
কাম নেই–কামনা নেই,
ভাসে শুধু বোধেবোধ
শুধু প্রেম — প্রেম আর প্রেম।।
বাউল
~~~~~~
হে পৃথিবী,
আমার মরমিয়া মনে লাগে
তোমার প্রেমের উষ্ণ ছোঁয়া।
তোমার ঐ উন্মুক্ত উদার যৌবন
বারে বারে স্পর্শ করে আমাকে,
তোমার নির্বিকার ঐ নীরবতা অসহ্য
উথলিয়া ওঠে বাউলিয়া মন।
হে পৃথিবী—
পর্বতের চেয়েও ভারী ঐ যৌবন
আর পাহাড়প্রতিম ঐ পুরু নিতম্ব,হ
সেই তনু ঘিরে ভাসে মহাজাগতিক বিস্ময়,
আমার মনে লাগে মরমিয়া হিন্দোল,
আড়ষ্টবক্ষে বেজে ওঠে বাউলিয়া সুর।
হে পৃথিবী—
জীবনের জোয়ার ভাটায় বসে
পান করি সংযত জীবনে
রূপ রস সুধা ৷
ঐ দুগ্ধ ফেনর্নিভ সুউন্নত বক্ষে
তপ্ত স্তনবৃন্ত ঘিরে আছে
আমার আড়ষ্ট রক্তিম বৈরাগ্য।
হে পৃথিবী –
নীল বিস্ময় নিয়ে উঁকি মারে
আমার মরমিয়া মানবিক অস্তিত্ব।
ক্ষুদ্র নরম বক্ষ জুড়ে খেলা করে
আরক্ত লেলিহান আগুন
ত্রস্ত আমার দশ দিগন্ত।
হে পৃথিবী,
আমি বাউল – আমি শরণাগত,
গৈরিক চীর বাকলে ঢাকি নশ্বর শরীর,
জীবনের একতারাতে সাধি
বৈরাগ্যের তারে
মরমিয়া তানে বাউলিয়া গান।
হে পৃথিবী—
আমি বাউল, আমি শরণাগত
অনন্ত যাত্রাপথে ভবঘুরে পথিক।
সীমা-অসীমের খেলা আলখেল্লা ঢেকে
বাউণ্ডুলে হয়ে করি ভুবনভ্রমণ
আর মরমিয়া মনে গায়
বাউলের গান।
ও পৃথিবী -ও জীবন্ত প্রেম,
তোমার ঐশ্বরিক জিভ শুষে নেয়
পার্থিব মানবিক বিকার –
সার্বিক বিকৃতির হল অবসান।
এখন দেহ নেই, দেহাভিমান নেই
কাম নেই–কামনা নেই,
ভাসে শুধু বোধেবোধ
শুধু প্রেম — প্রেম আর প্রেম।।