কথা প্রসঙ্গে – প্রথম খন্ড

কথা প্রসঙ্গে (প্রথম খণ্ড) (সংশোধিত)
জিজ্ঞাসু :-- আপনি তো আমাদের গুরুদেব, তাহলে আপনাকে কি বলে সম্বোধন করা উচিত? গুরুমহারাজ :-- জানো__ আমাকে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ভাব আরোপ করে সম্বোধন করে। অনেকে আমাকে দাদা বলে, কেউ মামা বলে, কেউ আবার দাদুও বলে ! অনেকে আবার আমাকে বাবা বলে ডাকে, কেউ বলে বাবাঠাকুর !...

কথা প্রসঙ্গে (প্রথম খণ্ড) (সংশোধিত)
[গুরুজীর জীবনে ঘটা অলৌকিক (তথাকথিত) ঘটনা নিয়ে গতদিনের আলোচনার শেষ অংশ। ] ….. আবার বর্ধমানে নার্সিংহোমে টগরের বাবার তখন শেষ অবস্থা। ঠিক ঐ দশটা দশ মিনিটেই আমি(গুরুজীর তৃতীয় শরীর) সাত্তার সাহেবের শেষ শয্যার পাশে দাঁড়িয়ে ওনার সাথে কথা বলেছি, টগরের মা এবং টগরসহ বাকীদের...

*কথা প্রসঙ্গে* (প্রথম খণ্ড) (সংশোধিত)
জিজ্ঞাসু :-- অদ্ভুত ব্যাপার, সত্যিই কি এই রকমও হয় !! আপনি আরও একটা এই ধরণের কোনো ঘটনার কথা বলছিলেন__ সেইটা যদি বলেন ! গুরুমহারাজ :--- দ্যাখো, এই রকম ঘটনা আমার জীবনে অনেকবার ঘটেছে কিন্তু আমি তোমাদের কাছে সেগুলোই উল্লেখ করতে চাইছি, যেগুলোর eye witness এখনো রয়েছে। যেমন...

*কথা প্রসঙ্গে* (প্রথম খণ্ড) (সংশোধিত)
জিজ্ঞাসু :-- তাই নাকি ? এইরকম ব্যাপার ? যাইহোক শুনেছি আপনার কর্মজীবনে নানান অলৌকিক ঘটনা ঘটেছে— সে সবের সাক্ষীও অনেকে রয়েছে ! ঐ ঘটনাগুলির দু-একটা যদি বলেন ! গুরুমহারাজ :---দ্যাখো, এর আগে তো আমি তোমাদের বারবার বলেছি—সার্বজনীনভাবে 'অলৌকিক' বলে কিছু হয় না, তোমার কাছে যা...

*কথা প্রসঙ্গে* (প্রথম খণ্ড) (সংশোধিত)
জিজ্ঞাসু :--- গুরুমহারাজ ! কিছুদিন আপনি চাকুরি করেছিলেন, এর পিছনে কি কোনো বিশেষ কারণ ছিল ? গুরুমহারাজ :-- হ্যাঁ, আমি ২ বছর ৭ মাস মতো রুরাল ইলেকট্রিফিকেশনের কাজে কন্ট্রাক্টরের আণ্ডারে চাকরি করেছিলাম। এটা করার পিছনে অনেকগুলো কারণ ছিল, তবে মোটামুটিভাবে প্রথম কারণ হিসাবে...

কথা প্রসঙ্গে (প্রথম খণ্ড) (সংশোধিত)
জিজ্ঞাসু :--- দেখা যায় বিভিন্ন ধর্মে সাপকে গুরুত্ব দেওয়া হয়েছে। ধর্মীয় বিভিন্ন প্রতীক বোঝাতেও সাপের চিহ্ন খুবই ব্যবহৃত হয় ! এমনও শোনা যায় যে, বিভিন্ন যোগীর শরীরেও নাকি সাপ অবস্থান করে। আবার কেউ কেউ দেখেছে যে, আপনার ঘরের সামনে নাকি অনেক যোগীপুরুষ 'সাপ শরীরে'...

*কথা প্রসঙ্গে* (প্রথম খণ্ড) (সংশোধিত)
গুরুমহারাজ :--আপনি ৬/৭ ঘণ্টা নাম জপ করেন বা ঈশ্বরকে স্মরণ-মননও করেন__ এতো খুবই ভালো কথা ! তবে তার সঙ্গে সংসারের অশান্তির কথা টেনে আনছেন কেন ? সংসারে অশান্তি তো থাকবেই। আপনি শুধু আপনার পারিবারিক জীবনটা দিয়ে বিচার করছেন বলে ভাবছেন শুধু আপনারই অশান্তি কিন্তু তা ঠিক নয়...

*কথা প্রসঙ্গে* (প্রথম খণ্ড) (সংশোধিত)
(অন্য কিছু না করে শুধুমাত্র ঈশ্বরের নাম করলেই সব হয় কিএই জিজ্ঞাসার পরবর্তী অংশ) …….আচ্ছা বলো তো শুধু 'নাম' উচ্চারণ করলে কি হবে ? হাজার বছর ধরে ‘চিনি’ ‘চিনি' বললে কি মুখ মিষ্টি হবে ? ভাগবতে আছে ‘নাম স্মরণম' অর্থাৎ নাম স্মরণ, নাম-নামী অভেদ জ্ঞানে নাম করা বা জপ করা।...

*কথা প্রসঙ্গে* (প্রথম খণ্ড) (সংশোধিত)
জিজ্ঞাসু :-- আচ্ছা মহারাজ ! বলা হয় কলিযুগে নামেই মুক্তি, তাহলে অন্য কিছু না করে শুধু নাম করলেই তো হয় ? গুরুমহারাজ :--- দ্যাখো, প্রথমেই জানতে হবে কলিযুগ বলতে কি বোঝায় ? কোন্ দিন বা কোন্ ক্ষণ দিয়ে কলিযুগের সময়কাল নির্ধারণ করবে বলো তো? আর সত্য, ত্রেতা, দ্বাপর...

*কথা প্রসঙ্গে* (প্রথম খণ্ড) (সংশোধিত)
জিজ্ঞাসু :-- ‘পরমানন্দ মণ্ডল' সম্বন্ধে একটু বলুন ?গুরুমহারাজ :-- 'পরমানন্দ মণ্ডল' গড়ে উঠেছে 'এক' কে কেন্দ্ৰ করে। এই 'এক'-কে কেন্দ্র করে আবার ত্রিকোণাকারে ত্রিমাত্রাশক্তি রয়েছে। যারা ঐ কেন্দ্রের এক-কে ব্যালেন্সে রেখেছে। এই ত্রিশক্তিকে ঘিরে রয়েছে ছয় জন, এরা...

*কথা প্রসঙ্গে* (প্রথম খণ্ড) (সংশোধিত)
জিজ্ঞাসু :--- গুরুমহারাজ, আমরা অবাক হয়ে যাই এই ভেবে _'যে কোনো প্রসঙ্গ', তা যে বিষয়ের উপরই হোক না কেন, আপনি তার আদ্যপ্রান্ত এমনভাবে বলতে থাকেন যেন মনে হয় আপনি সব দেখে দেখে বলছেন! গুরুমহারাজ :-- সেটা বলতে পারিস ! দেখে দেখেই তো বলি ! তবে হয়তো স্থূলদৃষ্টিতে নয়। একটা...

*কথা প্রসঙ্গে* (প্রথম খণ্ড) (সংশোধিত)
জিজ্ঞাসু : -- লাউডগা সাপটির বিষের ক্রিয়া আপনার শরীরে হয়তো হয়নি কিন্তু অন্য কারো শরীরে তো হোতেও পারে ? গুরুমহারাজ : - বললাম তো লাউডগা সাপ বিষহীনদের দলে পড়ে। তবে একটা কথা ঠিকই বলেছো আমার শরীরে বিষের তেমন effect হয় না! অনেক সময় দেখেছি শরীর যে কোনো বিষকে ঘা বা...

মুখবন্ধ
অনন্তের ইচ্ছায় যুগ-প্রয়োজনে যুগপুরুষ বা মহামানব ধরাধামে অবতীর্ণ হলে, তাঁর জগৎকল্যাণমূলক কর্মে বা ভূভার উদ্ধারকল্পে ও লীলাপুষ্টির নিমিত্ত বহু উচ্চকোটী মহাত্মা, যোগী, সিদ্ধপুরুষ জগদম্বার নিকট হতে প্রাপ্ত স্ব স্ব দিব্যশক্তি নিয়ে অপেক্ষা করে থাকেন—তাঁকে সেগুলি অর্পণ...

সংকলকের নিবেদন
পরমপ্রিয় শ্রীশ্রীগুরুমহারাজ (স্বামী পরমানন্দ) বলেছিলেন, ‘লেখায় কখনো অহংবুদ্ধি আরোপ করবি না। Active-ও নয়, Inactive-ও নয়, Passive হয়ে কাজ করতে হয় আর তাতেই ঘটে কার্যসিদ্ধি।' আরও বলেছিলেন, ‘আমার জীবন এবং আমার কথা তো ষোলআনা কখনই মানুষ জানতে পারবে না, তবে যদি একআনাও...

কথা প্রসঙ্গে – প্রথম খন্ড
জিজ্ঞাসু : আপনি বলেন, ‘ভগবান শ্রীরামকৃষ্ণ' ? গুরুমহারাজ : নিশ্চয়ই ! ভগবান শ্রীরামকৃষ্ণ—ঠাকুর শ্রীরামকৃষ্ণ। কেন তোমার কি তাঁকে ততটা ভাবতে কষ্ট হচ্ছে ? তাহলে অন্তত তাঁর জীবনের পরিপূর্ণতা দেখ । যখন যে কাজ করছেন কতটা নিখুঁত তিনি ! ষোলআনা মনকে কোন কাজে নিয়োগ করতে পারলে...

কথা প্রসঙ্গে – প্রথম খন্ড
জিজ্ঞাসু : আপনি তো আমাদের গুরুদেব, তাহলে আপনাকে কি বলে সম্বোধন করা উচিত। গুরুমহারাজ : আমাকে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ভাবে সম্বোধন করে। অনেকে দাদা বলে, কেউ মামা বলে, কেউ আবার দাদুও বলে, অনেকে বাবা বলে ডাকে, কেউ বলে বাবাঠাকুর। বনগ্রামের ভূমিজরা বলে রবীনঠাকুর। তৃষাণের...

কথা প্রসঙ্গে – প্রথম খন্ড
জিজ্ঞাসু : অদ্ভুত ব্যাপার, সত্যিই কি এ রকমও হয় ! আপনি আর একটা কি ঘটনার কথা বলছিলেন, সেটা যদি বলেন ! গুরুমহারাজ : দ্যাখো, এ রকম ঘটনা আমার জীবনে অনেকবার ঘটেছে, কিন্তু আমি তোমাদের কাছে সেগুলোই উল্লেখ করতে চাইছি, যেগুলোর সাক্ষী রয়েছে। যেমন শম্ভুপুরের ঘটনায় যারা লাঠি...

কথা প্রসঙ্গে – প্রথম খন্ড
জিজ্ঞাসু : তাই নাকি ? এরকম ব্যাপার ? যাইহোক শুনেছি কর্মজীবনে আপনার নানান অলৌকিক ঘটনা ঘটেছে— সে সবের সাক্ষীও অনেকে রয়েছে, ঐ ঘটনার দু-একটা যদি বলেন !গুরুমহারাজ : তোমাদের বারবার বলি—অলৌকিক বলে কিছু নেই, তোমার কাছে যা অলৌকিক অন্যের কাছে তা লৌকিক। তবু মানুষের চিরন্তন...

কথা প্রসঙ্গে – প্রথম খন্ড
জিজ্ঞাসু : গুরুমহারাজ ! কিছুদিন আপনি চাকুরি করেছিলেন, এর পিছনে কি কোন বিশেষ কারণ ছিল ? গুরুমহারাজ : হ্যাঁ, আমি ২ বছর ৭ মাস মতো রুরাল ইলেকট্রিফিকেশনে কন্ট্রাক্টরের আণ্ডারে কাজ করেছিলাম। এটা করার পিছনে অনেকগুলো কারণ ছিল, তবে মোটামুটিভাবে বলা যায়, প্রথম কারণ—আমার...

কথা প্রসঙ্গে – প্রথম খন্ড
জিজ্ঞাসু : বিভিন্ন ধর্মে বা ধর্মের বিভিন্ন প্রতীক বোঝাতে সাপকে খুবই গুরুত্ব দেওয়া হয়, এমনও শোনা যায় যে, বিভিন্ন যোগী নাকি সাপশরীরে অবস্থান করেন—এগুলির কারণ কি ? গুরুমহারাজ : তুমি স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত বেলুড় মঠে বা উদ্বোধন পত্রিকায় যে একটা প্রতীক...

কথা প্রসঙ্গে – প্রথম খন্ড
জিজ্ঞাসু : গুরুমহারাজ, আপনি সেদিন সাপ নিয়ে কথা বলছিলেন, আচ্ছা সাপ কি ক্রূর বা হিংস্র, কারণ কুটিল নারীকে সপিনীর সঙ্গে তুলনা করা হয় ? তাছাড়া সাপের প্রতিশোধেচ্ছা থাকে ? নাকি প্রচণ্ড গুরুমহারাজ : দেখো, সাপ নিয়ে সমাজে বহু গাল-গল্প রয়েছে। আসলে মানুষ যাকে ভয় পায়, তাকে...

কথা প্রসঙ্গে – প্রথম খন্ড
জিজ্ঞাসু : আমি ৬/৭ ঘণ্টা নাম-জপ করি, ইষ্ট-স্মরণও করি, তবু সংসারের নানান অশান্তিতে ভুগতে হয় কেন ? গুরুমহারাজ : ৬/৭ ঘণ্টা নাম জপ করেন বা ঈশ্বরকে স্মরণ-মননও করেন এতো খুবই ভালো কথা ! তবে তার সঙ্গে সংসারের অশান্তির কথা টেনে আনছেন কেন ? সংসারে তো অশান্তি থাকবেই। আপনি শুধু...

কথা প্রসঙ্গে – প্রথম খন্ড
জিজ্ঞাসু : আচ্ছা মহারাজ বলা হয় কলিযুগে নামেই মুক্তি, তাহলে অন্য কিছু না করে শুধু নাম করলেই তো হয় ? গুরুমহারাজ : প্রথমেই জানতে হবে কলিযুগ বলতে কি বোঝায় ? কোন্ দিন বা কোন্ ক্ষণ দিয়ে কলিযুগের সময়কাল নির্ধারণ করবে ? আর সত্য, ত্রেতা, দ্বাপর এগুলোকেই বা কি করে নিগড়ে...

কথা প্রসঙ্গে – প্রথম খন্ড
জিজ্ঞাসু :- আপনার পর তাহলে অনেকেই দীক্ষা দেবে ?গুরুমহারাজ :- হ্যাঁ কেন দেবে না ? দীক্ষা দেওয়া মানে তো ভার নেওয়া। তবে সেই ভার নেওয়ার মতো দক্ষতা বা যোগ্যতা থাকা চাই বা ভগবৎ নির্দেশ পাওয়া দরকার। তাই আমি যাদের যোগ্য বিবেচনা করেছি তারাই তো আমার কাজ করছে বা আমার কাজের...

কথা প্রসঙ্গে – প্রথম খন্ড
জিজ্ঞাসু : গুরুমহারাজ, আমরা অবাক হয়ে যাই এই ভেবে, যে কোন প্রসঙ্গ তা যাই হোক না কেন, আপনি তার আদ্যপ্রান্ত এমনভাবে বলতে থাকেন, যেন মনে হয় আপনি সব দেখে দেখে বলছেন!গুরুমহারাজ : তা বলতে পারিস ! দেখে দেখে তো ! তবে হয়তো স্থূলদৃষ্টিতে নয়। হস্তমলকবৎ! জ্ঞান যখন হস্তমলকবৎ...

কথা প্রসঙ্গে – প্রথম খন্ড
জিজ্ঞাসু : শাঁখামুটি সাপ খুবই বড় হয়, ওগুলো কি বিষধর ? গুরুমহারাজ : শাঁখামুটি সাপ বা রাজসাপ বিষধর। কিন্তু ওরা এত ঠাণ্ডা যে, ওরা সাধারণত কাউকে কামড়ায় না। ওরা বিভিন্ন সাপকে খায় আর গৃহস্থবাড়ীর কাছাকাছিই থাকে। মানুষও এই সাপকে মারে না ঐ সমস্ত কারণেই। তবে ওদের দুটো মুখ...

কথা প্রসঙ্গে – প্রথম খন্ড
জিজ্ঞাসু : আপনার শরীরে হয়তো হয়নি, অন্য শরীরে তো হতেও পারে ? 2015 WRS FOS গুরুমহারাজ : কথাটা ঠিকই বলেছ। আমার শরীরে বিষের তেমন effect হয় না, অনেক সময় দেখেছি শরীর ওটাকে ঘা বা ফোড়ার আকারে বাইরে বের করে দেয়। সিগারেট, চা বা কোন নেশার দ্রব্যে যে উপক্ষার জাতীয় বিষ...

কথা প্রসঙ্গে – প্রথম খন্ড
জিজ্ঞাসু : গুরুমহারাজ ! এতক্ষণ যা আলোচনা হ'ল, তার কতটা মস্তিষ্ক নিতে পারবে তা জানিনা তবে এই সব তথ্য যে পরবর্তীকালে মানুষকে ঠিক দিশা দেবে তা নিশ্চিত। আচ্ছা আমি জিজ্ঞাসা করছিলাম যে, হিমালয়ে যে ব্যক্তিকে সাপে কামড়েছিল এবং তার ফলে ওর আয়ু বেড়ে গেল বা দেহের ক্ষয়রোধ...

কথা প্রসঙ্গে – প্রথম খন্ড
জিজ্ঞাসু : আপনি প্রায়ই বলেন – হিমালয় থেকে সমস্ত সভ্যতার জন্ম হয়েছে, কিন্তু আমরা যে পড়েছি—আর্যরা বাইরে থেকে ভারতে এসেছিল এবং ওরাই সভ্যতার জনক !গুরুমহারাজ : কি করে যে আজও ইতিহাসে এসব কথা পড়ানো হয়, এটাই তো আশ্চর্য! আজ থেকে প্রায় ১০০ বছর হতে চলল—স্বামী বিবেকানন্দ...

কথা প্রসঙ্গে – প্রথম খন্ড
জিজ্ঞাসু : এর আগে চীনা সৈন্যরাও আপনাদের আকেছিল আবার ওনারা আকাল। কেন ওরা সাধু-সন্ন্যাসীদের ছেড়ে দেয় না ? গুরুমহারাজ : না তা আর কই দেয়—তাহলে ধরল কেন ? তবে ওদের আর কি দোষ ? সীমান্ত রক্ষা করাই তো ওদের কাজ। কেউ যদি অন্য সীমান্ত লঙ্ঘন করে তখন তাকে তো আট্কাতেই হবে।...