জিজ্ঞাসু–আচ্ছা গুরুজী, ভারতের স্বাধীনতার মূলে স্বামীজীর তো অবদান ছিল ?

গুরুমহারাজ—নিশ্চয়ই, স্বামীজী (স্বামী বিবেকানন্দ) ভবিষ্যদ্বাণী করেছিলেন— আগামী ৫০ বছরের মধ্যে ভারতবর্ষ স্বাধীন হবে, তাইহয়েছিল। এই মহান মানুষটি তাঁর সারাজীবনের পারমার্থিক সাধনরাশির নির্যাস ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছিলেন। তাঁর দেহত্যাগের পর কত প্রতিভা, কত বীর সৈনিক যে ভারতে জন্মগ্রহণ করেছিল তার কি ইয়ত্তা আছে ! এখানে গান্ধীরও কিছুটা ভূমিকা ছিল। স্বামীজীর সংকল্প তো মিথ্যা হবার নয়—তাই মহামায়া যেভাবে যাঁকে দিয়ে পেরেছেন কাজ করিয়ে নিয়েছেন।