কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

কথা প্রসঙ্গে (তৃতীয় খণ্ড) (সংশোধিত)

কথা প্রসঙ্গে (তৃতীয় খণ্ড) (সংশোধিত)

জিজ্ঞাসু:—আমরা দেখি বৌদ্ধ এবং জৈন উভয় ধর্মাবলম্বীরাই অহিংস নীতিতে বিশ্বাসী। আবার পরবর্তীকালে আমরা দেখেছি গান্ধীজীও অহিংসপন্থী ছিলেন এবং তিনিও সমগ্র ভারতবর্ষ ব্যাপী গণ আন্দোলন গড়ে তুলেছিলেন ! তাহলে এঁদের মধ্যে মূল পার্থক্য কোথায় ? গুরুমহারাজ:—"অহিংসা' কথাটা আছে বলেই...

read more
কথা প্রসঙ্গে (তৃতীয় খণ্ড) (সংশোধিত)

কথা প্রসঙ্গে (তৃতীয় খণ্ড) (সংশোধিত)

জিজ্ঞাসু:—মুখকে 'শরীরের আয়না' বলা হয়, তাই একজন ডাক্তার হিসাবে আমার মনে হয় মুখ দেখেই শরীরের অনেক রোগ ধরা যায়। আর রোগ নির্ণয় হোলেও অযথা ওষুধ ব্যবহারের যে প্রবণতা বর্তমান ডাক্তারদের –এটাও মনে হয় অন্যায়। এ ব্যাপারে আপনার suggession চাইছি। গুরুমহারাজ:—মুখ অর্থাৎ...

read more
কথা প্রসঙ্গে (তৃতীয় খণ্ড) (সংশোধিত)

কথা প্রসঙ্গে (তৃতীয় খণ্ড) (সংশোধিত)

(মহাপ্রভুর ভূমিকা নিয়ে জিজ্ঞাসার উত্তরের শেষাংশ।)….. সেইসময় গৌড়বঙ্গের শাসনকর্তা ছিল হোসেনশাহ। অনেকের ধারণা আছে হোসেন শাহ বোধ হয় খুব উদার প্রকৃতির মানুষ ছিল—কিন্তু তা নয়। আর শুধু হোসেন শাহ‌ই বা কেন—যে কোনো মুসলমান শাসকই হিন্দুদের ব্যাপারে কি করে উদার হবে ? তাদের...

read more
কথা প্রসঙ্গে (তৃতীয় খণ্ড) (সংশোধিত)

কথা প্রসঙ্গে (তৃতীয় খণ্ড) (সংশোধিত)

জিজ্ঞাসু:—মহাপ্রভুর বেশীরভাগ সময়ই তো উড়িষ্যায় কেটেছে, তাহলে নবদ্বীপে বা গৌড়বঙ্গে তাঁর কি ভূমিকা ছিল ? গুরুমহারাজ:— শ্রীচৈতন্যমহাপ্রভু তাঁর জীবনের প্রথম চব্বিশ বছর নবদ্বীপেই কাটিয়েছেন, পরের ছয় বছর পরিব্রাজক জীবন এবং আরো ছয় বছর ভগবৎভাবে পুরীতে ভক্তবৃন্দের সাথে...

read more
কথা প্রসঙ্গে (তৃতীয় খণ্ড) (সংশোধিত)

*কথা প্রসঙ্গে* (তৃতীয় খণ্ড) (সংশোধিত)

জিজ্ঞাসু:—গুরুজী! ভারতবর্ষ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু স্বাধীনতার এতো বছর পরেও স্বনির্ভরশীল হোতে পেরেছে কি?গুরুমহারাজ :— দ্যাখো, ১৯৪৭ খ্রীষ্টাব্দের পর ইংরেজদের হাত থেকে ভারত স্বাধীনতার ছাড়পত্র পেলেও প্রকৃত দেশপ্রেমিক নেতৃবৃন্দের অভাবে তাদের(বৃটিশদের)অনেক কিছুই ভারতে...

read more
*কথা প্রসঙ্গে* (তৃতীয় খণ্ড) (সংশোধিত)

*কথা প্রসঙ্গে* (তৃতীয় খণ্ড) (সংশোধিত)

(অনেক মহাপুরুষ তো আগে এসেছিলেন তাতে বিশেষ কিছু হয়নি । তাহলে গুরু মহারাজ বেশি কি করবেন এই আলোচনার শেষ অংশ।) …. মঠাধীশদের কথা যা বলছিলাম তাঁদের মধ্যে একজনের কথা আমার মনে পড়ে যাচ্ছে, তাঁর কথা বলছি শোনো; বারাণসীর এক মঠাধীশ ছিলেন তিনি ! তাঁর ছিল রুপোর সিংহাসন, সোনার...

read more
কথা প্রসঙ্গে (তৃতীয় খণ্ড) (সংশোধিত)

কথা প্রসঙ্গে (তৃতীয় খণ্ড) (সংশোধিত)

(অনেক মহাপুরুষ তো আগে এসেছিলেন তাতে বিশেষ কিছু হয়নি । তাহলে গুরু মহারাজ বেশি কি করবেন এই আলোচনার পরবর্তী অংশ) …… তবে আধুনিক ভারতবর্ষে স্বামী বিবেকানন্দই প্রথম যিনি 'ভারত- ভাবনা' মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। তিনিই প্রথম বক্তৃতায় এবং লেখায় 'হে ভারত!' —এই সম্বোধন...

read more
কথা প্রসঙ্গে (তৃতীয় খণ্ড) (সংশোধিত)

কথা প্রসঙ্গে (তৃতীয় খণ্ড) (সংশোধিত)

[আজ থেকে শুরু হচ্ছে "কথা প্রসঙ্গে" -৩য় খন্ডের সংশোধিত রূপ।।] জিজ্ঞাসু:—আপনার আগেও তো ভারতে তথা পৃথিবীতে অনেক মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন—তাঁরাও জ্ঞানের বাণী, প্রেমের বাণী ছড়িয়ে গেছেন, অধ্যাত্মশিক্ষা, সংযম ইত্যাদি নানান শিক্ষাও দিয়ে গেছেন। তাঁদের জীবন ও জীবনী হয়তো...

read more
কথা প্রসঙ্গে (তৃতীয় খণ্ড) (সংশোধিত)

কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

জিজ্ঞাসু –আজকে আমার শরীরটা খারাপ কি পথ্য করব ? গুরুমহারাজ– সহজপাচ্য খাদ্য খাবি। খাদ্যগ্রহণ তো শক্তিলাভের জন্য, শক্তি হারানোর জন্য তো নয়। তাই এমন খাদ্য কখনই গ্রহণ করা উচিত নয় যা হজম করতে আরও বেশী শক্তি ব্যয়িত হয়। ঐ যে ও বলল 'শরীর খারাপ', বেশীর ভাগ ক্ষেত্রে শরীর...

read more
কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

জিজ্ঞাসু ঔষধি সম্বন্ধে কি বলছিলেন ? গুরুমহারাজ—ঔষধি দেহে প্রকাশিত বাহ্য রোগসমূহকে নিরাময়েসাহায্য করে। কিন্তু এটা মনে রাখবে ঔষধ সেবনে কখনই চিরস্থায়ী রোগমুক্তি ঘটতে পারে না, তা সে যেভাবে প্রস্তুত করা হোক না কেন ! দ্যাখনা বর্তমানে Medical Science তো উন্নত, কিন্তু এমন...

read more
কথা প্রসঙ্গে (তৃতীয় খণ্ড) (সংশোধিত)

কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

জিজ্ঞাসু—অনেকেই বলে মানুষের শিশুকালটাই ভালো— প্রকৃতপক্ষে কি তাই ? গুরুমহারাজ—না-না তা কখনই নয়। এটা কোন যুক্তিতে বলছ ? পরিবর্তন ও বিবর্তনই তো জগতের ধর্ম। তাই একটা পূর্ণাঙ্গ জীবনে অনেকগুলি দশা বা ধাপ রয়েছে – শৈশব, বাল্য, কৈশোর, যৌবন, প্রৌঢ় ও বার্ধক্য। এর মধ্যে “শৈশব”...

read more
কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

জিজ্ঞাসু—অনেক স্থানে এক বীজমন্ত্র সকলকে দেওয়া হয়, এতেই কি সকলের মোক্ষলাভ হয় ? গুরুমহারাজ–তোমরা এখানে দীর্ঘদিন যাওয়া-আসা করছ, অনেক কথা শুনছ, কিন্তু মনঃসংযোগ করে শোন না আর যা শোন সেগুলিরও নিদিধ্যাসন কর না বলে বিশেষ কিছু ধারণাও হয় না। আমি বারবার তোমাদের বলি যে, সবার...

read more
কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

জিজ্ঞাসু—মানুষ নিজের চেষ্টাতে কি আধ্যাত্মিক উন্নতি বা পূর্ণতা অর্জন করতে পারে না ? গুরুমহারাজ—দূর পাগল ! এতদিন যাওয়া-আসা করছিস, অনেক কিছুই তো শুনলি, শিখলি কিন্তু ধারণাতে আনতে পারছিস কই ? Conception-টাই আনতে পারছিস না তো perception কি করে হবে ? দ্যাখ এই বিরাট...

read more
কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

জিজ্ঞাসু—উত্তরভারতে গঙ্গার মাহাত্ম্য নিয়ে বহু আশ্রমে পাঠ, আলোচনা ইত্যাদি হয় আর গঙ্গার মহিমা বর্ণনা করা হয়, কিন্তু আমাদের অর্থাৎ বাংলায় গঙ্গার প্রতি সে ধরণের ভক্তি বা ভালোবাসা নেই। গঙ্গা তো সেই একই, তাহলে এ রকম মনোভাবের কারণ কি ? গুরুমহারাজ–উত্তরভারত বলতে তুমি...

read more
কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

জিজ্ঞাসু—দেবাসুরের সংগ্রাম চিরকাল ধরে চলছে বলা হয়, এটার দ্বারা কি মানুষের শুভ আর অশুভ প্রবৃত্তিকে বোঝান হয়েছে ? গুরুমহারাজ—নিশ্চয়ই....। দেব, অসুর— এসব কি আলাদা প্রজাতি নাকি ! মানুষের মধ্যেই সব রয়েছে। প্রবৃত্তিমার্গ আর নিবৃত্তি মার্গ। মার্গ অর্থাৎ পথ – এখানে এগিয়ে...

read more
কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

জিজ্ঞাসু—মহেশযোগীর বিদেশে খুব নামডাক, প্রায়ই কাগজে বিজ্ঞাপন দেখা যায়—উনি বিদেশে নানা ধর্মালোচনা করছেন, ভারতীয় যোগ ও চিকিৎসা বিদেশে চালু করছেন—উনি কি প্রকৃত ঈশ্বর-প্রেরিত চাপরাশপ্রাপ্ত মহাপুরুষ ? গুরুমহারাজ—কি মুস্কিল! তোমরা এমন জিজ্ঞাসা কর যে, উত্তর দিতে হলে সেটা...

read more
কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

জিজ্ঞাসু—আপনার এখানেও তো বিরাট পরিবার – যেন ছোট পরিবার থেকে বড় পরিবারে আসা ? গুরুমহারাজ—সংসারের সঙ্গে আশ্রম বা মিশনকে গুলিয়ে ফেলো না। এখানে কোন আসক্তির সম্পর্ক নেই। সংসারে স্ত্রী, পুত্র, পরিবার- পরিজন, পিতা-মাতা ইত্যাদি সকলে সকলের প্রতি আসক্ত থাকে, প্রত্যেকের সঙ্গে...

read more
কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

জিজ্ঞাসু—লক্ষ্মী-সরস্বতীর মধ্যে নাকি চিরকালীন বিবাদ রয়েছে ! লক্ষ্মী থাকলে সরস্বতী হয় না আবার বিদ্বান বা শিক্ষিতদের লক্ষ্মী হয় না ? গুরুমহারাজ—এমন কথা কে বলেছে ? “বাণিজ্যে বসতে লক্ষ্মী”—লক্ষ্মীপুত্র অর্থাৎ ব্যবসাদারদের হাতে অর্থের বা সম্পদের প্রাচুর্য, আবার সরস্বতীর...

read more
কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

জিজ্ঞাসু—Natural selection ব্যাপারটি কি ? গুরুমহারাজ—ডারউইনের তত্ত্ব বলছ নাকি ? হ্যাঁ, nature বা প্রকৃতিতে যারা বেঁচে থাকার উপযুক্ত, তাদেরকেই nature select করে। ফলে সেই প্রজাতির প্রাণী বা উদ্ভিদেরা বেঁচে থাকে – বাকীরা অবলুপ্ত হয়ে যায়। অন্য প্রাণীর কথা থাক আমরা...

read more
কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

জিজ্ঞাসু–স্থূলবস্তু যেমন দেখা যায় তেমনি সূক্ষ্মবস্তু বা বিষয় কি দেখা যায় ? অনেকে ভূত-প্রেত দেখে শুনতে পাই— তাই জিজ্ঞাসা করছি। গুরুমহারাজ–স্থূলবস্তু বলেই যে সব চোখে দেখা যায়—এমন তো নয়। বাতাস দেখতে পাও ? মনও স্থূলবস্তু, মনকে দেখতে পাও ? কিন্তু জেনে রাখো যে, সত্যই...

read more
কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

জিজ্ঞাসু—হাজার বছরের অন্ধকার, আলো জ্বাললেই পরিষ্কার কথাটি কি সত্যিই মানুষের ক্ষেত্রে খাটে ? গুরুমহারাজ—ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই ধরণের উপমা দিয়ে- ছিলেন, কথাটি উপনিষদের। ঠাকুরের বিশেষত্ব এটাই—অতি সহজ, সরল, সাধারণ উপমার সাহায্যে বেদ-বেদান্তের শিক্ষা দিতেন। এটা Art, ভগবানের...

read more
কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

জিজ্ঞাসু—এই যে অত দেশ ঘুরলেন, সে সব দেশের বিভিন্ন ধর্মীয় সংস্থা বা বিশেষ ব্যক্তিত্বদের সঙ্গে কি আপনার আলোচনা, মতবিনিময় বা বিতর্ক ইত্যাদি হয়েছে ? গুরুমহারাজ—বিতর্ক হবে কেন—মতের আদান-প্রদান বলতে পারো। আর বিভিন্ন ধর্মীয় সংস্থার সাথে তো যোগাযোগ হবেই—কেননা যেহেতু আমি...

read more
কথা প্রসঙ্গে (তৃতীয় খণ্ড) (সংশোধিত)

কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

জিজ্ঞাসু—আপনি তো ইংলণ্ডও গিয়েছিলেন, ওখানকার কথা কিছু বলুন ? গুরুমহারাজ—ইউরোপের মধ্যে সবচাইতে সংরক্ষণশীল (Con- servative) হ'ল ইংরেজ জাতি। ওরা প্রচণ্ড ধূর্ত আর খুবই সন্দেহপরায়ণ। ওদেশে যাবার পর থেকে কতবার যে আমাকে একই জিজ্ঞাসার সম্মুখীন হতে হয়েছে তার ঠিক নেই।...

read more
কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

জিজ্ঞাসু—ইতালির Marco বলে যে ছেলেটা এসেছিল ওর চেহারা কি সুন্দর ! গুরুমহারাজ—ইতালির কারারায় ওর সাথে আলাপ হয়েছিল। ছেলেটা খুবই ভালো তবে ওর স্ত্রী ‘এমেনা ওর তুলনায় কত ছোট, আমাদের এখানে হলে লোকে বলত, “সাজন্ত হয়নি”। কিন্তু ওরা দুজনেই খুব ভালো। Marco ওখানকার Black-belt।...

read more
কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

জিজ্ঞাসু—নরওয়েতে যে Peace University হবে সেখানে কি শুধু শান্তির বার্তা গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়াটাই কাজ না কি অন্যান্য কাজও হবে ? গুরুমহারাজ—কে শান্তির বাণী ছড়াবে ? যার নিজের জীবনে শান্তি নেই, সে কি করে অপরকে শান্তি দেবে ? Peace - University-র প্রধান উদ্দেশ্য হচ্ছে...

read more
কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

জিজ্ঞাসু—ইউরোপে ঠাণ্ডা বেশী বলেই কি লোকে মাংস বেশী খায় আর আমাদের এখানে কেমন খাদ্য খাওয়া উচিত ? গুরুমহারাজ—হ্যাঁ, মাংস আর মদ অর্থাৎ প্রোটিনজাতীয় খাদ্য আর অ্যালকোহল বা wine শীতপ্রধান দেশে শরীরকে চাঙ্গা রাখতে সাহায্য করে। তবে আধুনিক বিজ্ঞানীরা দেখছে যে, ভারতবর্ষের...

read more
কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

জিজ্ঞাসু—কলা এবং সংস্কৃতিতে ফরাসী জাতি অন্যান্য জাতি থেকে গুণগতভাবে এতটা উন্নত হ'ল কি করে মহারাজ ? গুরুমহারাজ—কলা এবং সংস্কৃতিতে ফরাসীজাতির উন্নতি বা গুণের কথা তুমি বলছ ? কলা ও সংস্কৃতিতে ফরাসীরা নগ্নতাসরবরাহ করেছে আর অশ্লীলতা আমদানী করেছে আর কি করেছে ? আজ ইউরোপের...

read more
কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

জিজ্ঞাসু–একটু আগে বিভিন্ন গুণসম্পন্ন ব্যক্তির কথা বলছিলেন—তা এই ভিন্ন ভিন্ন গুণসম্পন্ন ব্যক্তির সাধনপথ বা পন্থা কি পৃথক ? গুরুমহারাজ—পথ আর পন্থা বা উপায় এক কথা নয়। উভয়ের উদ্দেশ্য পৃথক। উপায় ভিন্ন হতে পারে কিন্তু পথ একটাই। যদি রাজার সাথে দেখা করতে চাও তাহলে রাজপথ...

read more
কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

জিজ্ঞাসু–ঠিকমতো জপ করতে হলে, প্রতিদিন কত জপ করা উচিত ? গুরুমহারাজ–তোমাদের কি বলব বল! যিনি অনন্ত তাঁকে সংখ্যা দিয়ে কি করে বাঁধবে! সংখ্যা গুণে কি জপ করা হয় ? এটা করতে গেলে সংখ্যা গোনাতেই মন নিবদ্ধ থাকবে, জপে নয়। অনেকসময় কোন গুরু হয়তো সংখ্যা নির্দিষ্ট করে জপ করতে...

read more
কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

কথা প্রসঙ্গে – তৃতীয় খন্ড

জিজ্ঞাসু—শব্দের প্রভাব মানুষের জীবনে আছে জানি কিন্তুএভাবে যে হয় তাতো আগে ভাবিনি ? গুরুমহারাজ—এই । শব্দবিজ্ঞানের গবেষণাতেই তো Science-এর highest achievement ঘটবে। এখনই তো শব্দবিজ্ঞানের সাহায্যে মানুষের প্রভূত কল্যাণসাধিত হচ্ছে। শব্দের সাহায্যে লোহা- কাটা হচ্ছে, খনির...

read more