কথা প্রসঙ্গে – চতুর্থ খন্ড

কথা প্রসঙ্গে – চতুর্থ খন্ড

কথা প্রসঙ্গে – চতুর্থ খন্ড

জিজ্ঞাসু—আশ্রমের নামকরণ কি হবে বা plot-গুলোর registration কি নামে হবে ? গুরুমহারাজ—নামকরণ আবার কি হবে – পরমানন্দ মিশন, বারেন্দা শাখা আশ্রম। এটা মূল মিশনের শাখা আশ্রম হিসাবে কাজ করবে। সবসময় যোগাযোগ রাখবি। এই আশ্রমটিতে এসে আমার সামনেরটা গঙ্গার তীরবর্তী স্থান বলে মনে...

read more
কথা প্রসঙ্গে – চতুর্থ খন্ড

কথা প্রসঙ্গে – চতুর্থ খন্ড

জিজ্ঞাসু—বাবা, আগেকার দিনে পূর্ববঙ্গের সমাজে কোন্ মানুষের কতটা মর্যাদা, তা বোঝানোর জন্য “গোত্র, প্রবর, গাই- ঘটি” এসব জানতে চাওয়া হোত—এগুলি আসলে কি ? গুরুমহারাজ—গোত্র ব্যাপারটা তো তোমরা প্রায় সকলেই জানো। ভারতীয়রা বিশ্বাস করে যে, তারা প্রত্যেকে কোন না কোন ঋষির বংশধর।...

read more
কথা প্রসঙ্গে – চতুর্থ খন্ড

কথা প্রসঙ্গে – চতুর্থ খন্ড

জিজ্ঞাসু—জুডো, ক্যারাটে এইসব বর্তমানে খুবই জনপ্রিয়তা অর্জন করেছে, কিন্তু এব্যাপারে ভারতবর্ষ তো অনেকটাই পিছিয়ে —ভারতীয়দের এরূপ উদাসীনতার কারণ কি ? গুরুমহারাজ—ভারতবর্ষ উদাসীন তুমি কি করে জানলে ? বিদেশী মার্শাল art-এর cenema-গুলোতে চীনা, জাপানি, কোরিয়ান আর ইউরোপীয়ান...

read more
কথা প্রসঙ্গে – চতুর্থ খন্ড

কথা প্রসঙ্গে – চতুর্থ খন্ড

জিজ্ঞাসু—আমি একটা কবিতা লিখেছি ‘গামছা’ নিয়ে, আপনাকে পড়ে শোনাব। (ছেলেটি পড়ে শোনাল) । গুরুমহারাজ–বাঃ ভালোই তো লিখেছিস। প্রথম লাইনটা যেন কি—“তোকে দিয়ে সবে গা মোছে, তাই গামোছা তোর নাম দ্যাখ সবাই হাসছে, কিন্তু আমি হাসিনি। আমার ভালোই লেগেছে। যাইহোক কিছু তো লিখেছিস, ওরা...

read more
কথা প্রসঙ্গে – চতুর্থ খন্ড

কথা প্রসঙ্গে – চতুর্থ খন্ড

জিজ্ঞাসু—শেয়াল-কুকুর কি একই প্রজাতি ? গুরুমহারাজ—কুকুরের থেকেও শেয়াল জীব-বিবর্তনের অনেক আগেকার প্রাণী। নেকড়ে থেকে কুকুরের উদ্ভব। জীববিজ্ঞানীরা গবেষণা করে জেনেছে যে, নেকড়ে আর শেয়ালের Cross-breed হয়ে কুকুর প্রজাতি এসেছে। নেকড়ে মাংসাশী অথচ শেয়াল আমিষাশী হয়েও...

read more
কথা প্রসঙ্গে – চতুর্থ খন্ড

কথা প্রসঙ্গে – চতুর্থ খন্ড

জিজ্ঞাসু –ধর্ম কি ? ধর্ম আর আধ্যাত্মিকতা কি এক ? গুরুমহারাজ—যা সমগ্র বিশ্ব-ব্রহ্মাণ্ডকে ধারণ করে রেখেছে —তাই ধর্ম—এটা সামগ্রিক অর্থে। আর individual-কে যা ধরে রেখেছে তাই individual-এর ধর্ম। Individual অর্থে জীব, জড় সবকিছুই হতে পারে, যেমন জলের ধর্ম সিক্ততা, আগুনের ধর্ম...

read more
কথা প্রসঙ্গে – চতুর্থ খন্ড

কথা প্রসঙ্গে – চতুর্থ খন্ড

জিজ্ঞাসু—বর্তমান সমাজে এত নৈতিক অধঃপতন, বিশেষত যুবসমাজের — মানুষ যে মহাপাতক করছে, এতে কি করে আগামী দিনের পৃথিবী সুন্দর হবে, দিন দিন তো অধোগতিই হচ্ছে ? গুরুমহারাজ—তাই কি কখনও হয় ? সামগ্রিকভাবে সমাজের তথা পৃথিবীর যদি অধোগতিই হয় তাহলে আমি বলব সেখানে মানুষের কোন দোষ...

read more
কথা প্রসঙ্গে – চতুর্থ খন্ড

কথা প্রসঙ্গে – চতুর্থ খন্ড

জিজ্ঞাসু—ঐতিহাসিকরা বলেন যে, ভারতে কোন এক সময় আর্য ও অনার্যের যুদ্ধ হয়েছিল এবং বিদেশী আর্যরা এদেশী অনার্যদের তাড়িয়ে দেশ দখল করে—এই ব্যাপারটি কতটা সত্য ? গুরুমহারাজ—ঐতিহাসিকরা কি ঋষি নাকি, যে সঠিক তথ্য গুরুমহারাজ- দেবে ! একমাত্র সত্যদ্রষ্টা ঋষিরা যথার্থ কালদ্রষ্টা।...

read more
কথা প্রসঙ্গে – চতুর্থ খন্ড

কথা প্রসঙ্গে – চতুর্থ খন্ড

জিজ্ঞাসু—ভারতবর্ষে বৌদ্ধ প্লাবন এবং এর অহিংস নীতির ফলই কি ভারতবর্ষের পরাধীনতা, কারণ বিদেশী শক্তির মোকাবিলা করার শক্তি বা ক্ষাত্রশক্তি সব নষ্ট হয়ে তরবারি সেদিন কাষ্ঠের তরবারি হয়ে গিয়েছিল ? গুরুমহারাজ—একটা মাত্র কারণেই কি এত বিশাল একটা দেশ—এত বৈচিত্র্য ও প্রাচীনতা...

read more
কথা প্রসঙ্গে – চতুর্থ খন্ড

কথা প্রসঙ্গে – চতুর্থ খন্ড

জিজ্ঞাসু — আপনি বলেছিলেন প্রারব্ধবশত জন্ম হয় অর্থাৎ কেউ সুস্থদেহে ভালো পরিবারে, কেউ অসুস্থ হয়ে বা নোংরা পরিবেশে জন্মায় কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা বলছে মায়ের অপুষ্টি বা গর্ভকালীন আঘাত থেকে শিশু বিকলাঙ্গ হয়ে জন্মায়। তাহলে বাহ্যিক কারণেই তো অসুস্থ শিশুর জন্ম—এখানে...

read more
কথা প্রসঙ্গে – চতুর্থ খন্ড

কথা প্রসঙ্গে – চতুর্থ খন্ড

জিজ্ঞাসু – পৃথিবীতে ‘অবতার' অনেক, কিন্তু তাঁদের কর্মপদ্ধতি তো কখনই একরকম নয় ? গুরুমহারাজ - হবে কেন ? অবতার শত শত হতে পারে, কিন্তু শরীরধারণ করে তাঁদের কাজের ধারা একইরকম হবে—তার কি কথা আছে ? বরং না হবারই তো কথা ! স্থান-কাল-পাত্র ভেদে তাঁদের কাজের প্রয়োজন বদলায়, আর...

read more
কথা প্রসঙ্গে – চতুর্থ খন্ড

কথা প্রসঙ্গে – চতুর্থ খন্ড

জিজ্ঞাসু —মন্ত্ৰ যদি বিজ্ঞান হয় তাহলে এটি গোপন রাখার প্রয়োজন হয় কেন ? গুরুমহারাজ–গোপন রাখার প্রয়োজনীয়তাটিও বিজ্ঞান।একটু আগে আলোচনা করছিলাম তুমি হয়তো খেয়াল করোনি যে,প্রত্যেকটি মানুষের প্রকৃতি ভিন্ন ভিন্ন, প্রত্যেকের পৃথক individuality রয়েছে তাই প্রত্যেকের...

read more
কথা প্রসঙ্গে – চতুর্থ খন্ড

কথা প্রসঙ্গে – চতুর্থ খন্ড

জিজ্ঞাসু — ‘মৃত্যু হলেই আবার জন্মাতে হবে –এরূপ শোনা যায় কিন্তু কিভাবে বুঝব যে এটা ঠিক ? গুরুমহারাজ—ঈশ্বরের বিধান বা মহাজাগতিক নিয়ম স্বতঃই ক্রিয়াশীল—তুই বুঝলি কি না বুঝলি অথবা মানলি কি না মানলি তাতে এই বিরাট বিশ্বসংসারের কিই বা আসে যায় খোকা ? তুই ভারতবর্ষের তথা এই...

read more
কথা প্রসঙ্গে – চতুর্থ খন্ড

কথা প্রসঙ্গে – চতুর্থ খন্ড

জিজ্ঞাসু—তীর্থস্থানে গেলে পুণ্য হয়—এমনকি বিভিন্ন মহাপুরুষগণও তীর্থ-দর্শনে যেতেন শোনা যায়, এগুলির পিছনে রহস্যটা কি ? গুরুমহারাজ—সাধারণ সংসারী সামাজিক মানুষ, সংসারের নানান ঝামেলার মধ্যে সারাজীবন কাটাতে বাধ্য হয়। সংসার মানেই তো Problem—সমস্যা, মানুষের নানান সমস্যা –...

read more
কথা প্রসঙ্গে – চতুর্থ খন্ড

কথা প্রসঙ্গে – চতুর্থ খন্ড

জিজ্ঞাসু — চীনে তো বৌদ্ধধর্মের প্রভাব – তাহলে চীনের সাথে কি ভারতের চিন্তার মিল রয়েছে ? গুরুমহারাজ—কোথায় মিল পেয়েছ ? চীনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে ওরা চিরকালই আস্তিক্যের প্রতিবাদী। বৌদ্ধধর্ম যেহেতু বেদের প্রতিবাদী তাই বৌদ্ধধর্ম ভারতবর্ষ থেকে গিয়ে ওদেশে...

read more
কথা প্রসঙ্গে – চতুর্থ খন্ড

কথা প্রসঙ্গে – চতুর্থ খন্ড

জিজ্ঞাসু—আপনি বলেন ভালো-মন্দ নিয়ে মায়ের জগৎ, এখানে তো “শুধু ভালোও” হতে পারতো ? গুরুমহারাজ—না তা হবে কেন ? শাস্ত্রে একে “বৈষ্ণবী মায়া” বলা হয়েছে। মা-ই সব হয়েছেন, তবু মা এই বিশেষ শক্তির সাহায্যে জগতের বা জগৎ-সংসারের পরিপূরণ, পরিপোষণ ও প্রতিপালন করে চলেছেন। যেখানে...

read more
কথা প্রসঙ্গে – চতুর্থ খন্ড

কথা প্রসঙ্গে – চতুর্থ খন্ড

জিজ্ঞাসু—উপাসনা বা সাধনার জন্য সত্যিই কি কোন মূর্তির প্রয়োজন আছে ? গুরুমহারাজ— ‘উপাসনা' বলতে নিশ্চয়ই ঈশ্বর উপাসনার কথা বলতে চাইছ। 'সাধনা' কথাটি ব্যাপক অর্থে ব্যবহার করা যায়। কোন কিছু ‘সাধা’ বা পুনঃ পুনঃ অভ্যাসই সাধনা আর যে সাধে সেই সাধক। যেমন—সঙ্গীত সাধনা, নৃত্য...

read more