ন’কাকা
গৃহ যবে হোল মোর বৈকুন্ঠধাম লেখক:–ন’কাকা(শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়) ৩-য়ভাগ
পরদিন ১৬ই বৈশাখ রবিবার সকালে রবীনকে আমাদের গাভীগুলি ও তাদের বাছুরগুলিকে এমন সস্নেহে শ্রীহস্ত বুলিয়ে আদর করতে দেখলাম — মনে হল বিশ্বপিতা ও মাতার স্নেহ-মমতা তার মধ্যে দিয়ে ঝরে পড়ছে। তারপর চা-পানের...
গৃহ যবে হোল মোর বৈকুন্ঠধাম লেখক:–ন’কাকা(শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়)
(পুর্ব প্রকাশিতের পর) [২-য় অংশ] মন্দিরে মায়ের নাম-গান শুরু হোতেই রবীন পূর্বদিনের মতাে মন্দিরের ডানদিকে আসন গ্রহণ করলো এবং একটু পরেই ধ্যানমগ্ন হয়ে গেলো। যজ্ঞেশ্বরের উপস্থিতিতে মন্দির ও মাতৃমূর্তি...
ন’কাকা প্রসঙ্গে
রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় পড়েছিলাম – "খ্যাপা খুঁজে খুঁজে ফেরে পরশ পাথর"! যতদিন ওই ক্ষ্যাপা পরশ পাথর খুঁজে খুঁজে বেড়াচ্ছিল, ততদিন তার মনে কখনো কোনো আফসোস তৈরি হয়নি, সে শুধু অভ্যাসবশতঃ রাস্তার...
ন’কাকা প্রসঙ্গে
যাইহোক, মূল কথায় ফিরে আসি – ন'কাকার সঙ্গে যখন থেকে আমার পরিচয় হয়েছিল এবং যখন থেকে স্বয়ং গুরুমহারাজের শ্রীমুখ থেকে ন'কাকা সম্বন্ধে নানা কথা শুনলাম – তখন থেকেই আমার মনে হয়েছিল – ন'কাকার মতো (আরো...
ন’কাকা প্রসঙ্গে
[আর মাত্র দুটি এপিসোড। ন'কাকা প্রসঙ্গ_আপাতত শেষ! ভক্তদের অনুরোধ ছিল ন'কাকার ছোটবেলা সম্বন্ধে লেখার!! কিন্তু ওইটা করতে গেলে একটু সময় দরকার এবং বাড়ির লোকজনেদের সাথে কথা বলা দরকার। যদি সেটা সম্ভব...
ন’কাকা প্রসঙ্গে
[ এর আগের সংখ্যা গুলিতে ন'কাকার কিছু ভগবৎ শক্তির প্রকাশের কথা এবং স্বয়ং ভগবান স্বামী পরমানন্দের সাথে তাঁর নিত্য যোগাযোগের কথা আলোচনা হয়েছিল।এখন তারপর থেকে.....! ] গুরু মহারাজের শরীর চলে গেল...
ন’কাকা প্রসঙ্গে
[ আগের দিন ১৯৯০ সালের উপসাগরীয় যুদ্ধ এবং এই সংক্রান্ত গুরুমহারাজের নানা বক্তব্য নিয়ে আলোচনা করেছিলাম । আজকে এই ব্যাপারে ন'কাকা কি বলেছিলেন সেই সব কথা হোক।] গুরু মহারাজের কিছু কথা বলা হোলো, এবার...
ন’কাকা প্রসঙ্গে
[ ন'কাকার সাথে বিভিন্ন মহারাজদের নানারকম লীলার কথা আগের এপিসোডগুলিতে বলা হয়েছে। সেখানে দেখানোর চেষ্টা করা হয়েছে যে মহাপুরুষগন সবার কাছে একই রকম ভাবে ধরা দেন না। তাঁদের চারিপাশের প্রতিটি ব্যক্তির...
ন’কাকা প্রসঙ্গে
[ন'কাকার সাথে কৌশিক মহারাজের নানা রকম লীলার কাহিনী এর আগে বর্ননা করা হয়েছে, এবার অন্য আর এক জন মহারাজের কিছু কথা বলা হবে। __"ন'কাকা প্রসঙ্গে" লেখাটি খুব শিগগিরই শেষ হয়ে যাবে। তাই এই মহারাজদের...
ন’কাকা প্রসঙ্গে
[ন'কাকার সাথে ব্রহ্মচারী কৌশিকের কথাবার্তা র কথা হচ্ছিল। ব্রহ্মচারী জানতে চাইছিল তার আশ্রমটি আশু গঙ্গাগর্ভে বিলীন হবার কোন সম্ভাবনা আছে কি না!] ন'কাকা স্বভাবসিদ্ধভাবেই তাৎক্ষণিক উত্তর দিলেন – " যা...
ন’কাকা প্রসঙ্গে
[ ন'কাকার প্রসঙ্গে কথা বলতে গিয়ে মানুষের 'ইগো'-বা সেন্টিমেন্ট নিয়ে কথা উঠে এসেছিল। আসলে ন'কাকা ছিলেন egoless মানুষ, কিন্তু আমরা সাধারণ মানুষেরা তো তা নই!! গুরু মহারাজ বলেছিলেন_কিছু বুদ্ধিজীবি...
ন’কাকা প্রসঙ্গে
ন'কাকা যে কথাগুলি বলতেন – সেগুলিকে কেউ তাৎক্ষণিকভাবে নোট করেছে কিনা তা জানা যায় না, তবে আমি এই কাজটি কখনো করিনি । গুরু মহারাজের অনেক কথা অনেকেই ছোট ছোট করে নোট করে রাখতো এবং পরে সেগুলি বিস্তৃত করে...
ন’কাকা প্রসঙ্গে
(ন'কাকা শেষের দিকে আমাকে বলেছিলেন যে, এবার হয়তো চরৈবেতি পত্রিকায় লেখা দেওয়া একেবারে বন্ধ হয়ে যাবে।) ন'কাকার এসব কথার মর্মার্থ আমি তখন কিছুই বুঝতে পারিনি । তারপরে সেইসময় আরও একটা ঘটনা ঘটেছিল –...
ন’কাকা প্রসঙ্গে
[আগের দিনের আলোচনা থেকে আমরা জেনেছিলাম _ন'কাকা "গৃহ যবে হোল মোর বৈকুণ্ঠধাম"_নামে লেখাটি খুব বেশিদিন চরৈবেতি পত্রিকায় দিতে পারেননি । তারপর উনি শাস্ত্র থেকে বিভিন্ন বৈষ্ণব সাধকদের জীবনী তুলে এনে...
ন’কাকা প্রসঙ্গে
ন'কাকার কাছে গুরু মহারাজের অনেক কথা শুনতাম ৷ সেইসব কথা–যেগুলি আমি বনগ্রাম যাবার আগে গুরুমহারাজ ওনাদের কাছে বলতেন, সেইসব ঘটনার কথা – সেইগুলি বলা হচ্ছিল। আমি যখনই সময় বা সুযোগ পেতাম – তখনই সেই...
ন’কাকা প্রসঙ্গে
আমরা ন'কাকার তাৎক্ষণিক ছোট ছোট কথা অথচ সেইটুকুর মধ্যেই বিশেষ তাৎপর্যপূর্ণ অর্থ থাকার ব্যাপারটা আগে আলোচনা করেছি । সেই কথাগুলিই আরো একটু বিস্তারিত আলোচনা হোক ! ন'কাকাকে আমরা পুরুষেরা বা ছেলেরা যখনই...
ন’কাকা প্রসঙ্গে
[ন'কাকার সাথে ব্যক্তিগত ভাবে যে সব আলোচনা হোত, সেগুলিই এখানে আলোচনা করা হচ্ছে।] কোনদিন হয়তো কথা হতো ভিন্ন ভিন্ন পদবীর ব্রাহ্মণদের সম্বন্ধে ! উনি বলতেন - "সাধারণত বন্দোপাধ্যায় বা বাঁড়ুজ্জেরা সরল...
ন’কাকা প্রসঙ্গে
একদিন গুরু মহারাজের কাছ থেকে শুনে আমরা ন'কাকার কাছে 'সহজ' ও 'সরল' হওয়াটাও সাধনার অঙ্গ – এইসব নিয়ে আলোচনা করছিলাম ! ন'কাকা শুনেই হো হো করে হেসে বলে উঠলেন - " ও (স্বামী পরমানন্দ) এসব কথা বলবে না তো...
ন’কাকা প্রসঙ্গে
[ আগের দিনের এপিসোডের একেবারে শেষে একটা গল্পের অবতারনা করা হয়েছিল এবং বলা হয়েছিল ঈশ্বর সূচের ছিদ্রের মধ্যে দিয়ে উট(হাতি!) গলাতেও পারেন।...] শুনতে মজাদার এবং অসম্ভব লাগলেও –ঈশ্বরের ক্ষেত্রে এটাই...
ন’কাকা প্রসঙ্গে
ন'কাকা এমনিতে ছিলেন খুবই শান্ত-শিষ্ট-সহজ-সরল প্রকৃতির মানুষ ! কিন্তু তাঁর চোখের মধ্যে একটা ভয়ানক গভীরতা ছিল ! উনি যখন কারো দিকে কোনো বিশেষ কারণে তাকিয়ে থাকতেন – তখন সে এটা বুঝতে পারত যে কি গভীর...
ন’কাকা প্রসঙ্গে
[আজকে "ন'কাকা প্রসঙ্গে" লেখায় ন'কাকার সাথে আমার নানা বিষয়ে যে সমস্ত আলোচনা হোত__সেই বিষয়ে কিছু কথাবার্তা হবে।] (আগের দিনের আলোচনার পর)..... সেই অর্থে প্রকৃত সাধকেরা বা সর্বত্যাগী সন্ন্যাসীরা...
ন’কাকা প্রসঙ্গে
[ ন'কাকা বা অন্য যে কোনো মহাপুরুষদের কে জানতে গেলেও সাধন-ভজন করতে হয়__সেই প্রসঙ্গে ই কথা হচ্ছিলো।।] সুতরাং এটা(সাধন-ভজন করে অধ্যাত্ম পথে এগিয়ে যাওয়া) একটা সুদীর্ঘ Process ! তবে যেহেতু এটি একটা...
ন’কাকা প্রসঙ্গে
ন'কাকার মুল্যায়ন করা সত্যি সত্যিই আমাদের পক্ষে অসম্ভব! সাধারণ মানুষ ও মহাপুরুষদের মধ্যে যে কতখানি ফারাক – তা সাধারণ মানুষ কখনোই বুদ্ধি দিয়ে বুঝতে পারবে না । গুরুমহারাজ একবার বলেছিলেন - " গুরু না...
ন’কাকা প্রসঙ্গে
গুরু মহারাজের অন্তর্ধানের পর আমাদের পুরোনো গুরুভাইদের সাথে প্রায় আর কোনো যোগাযোগ-ই ছিল না – তবু যাইহোক, ফেসবুকের মাধ্যমে এখন অনেক গুরু-ভাইবোনেদের সাথে যোগাযোগ হচ্ছে ! অথচ মাত্র কয়েক বৎসর আগে...
ন’কাকা প্রসঙ্গে
[ ন'কাকার স্থূল শরীর চলে যাবার পর ভক্তদের যে কি অবস্থা হয়েছিল - সেইসব কথা বলা হছিলো..|] ন'কাকার স্থূল শরীরের প্রয়োজনীয়তা আমি অন্ততঃ মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি ! অবশ্য আমি ছাড়া ন'কাকার...
ন’কাকা প্রসঙ্গে
[ গুরু মহারাজের কথার রেশ টেনে ন'কাকা কিছু কথা বলেছিলেন !আজকে সেইসব নিয়েই আলোচনা | ] গুরু মহারাজ একদিন সিটিংয়ে আমাদের মতো সাধারণ ভক্তদের কতক্ষণ সাধন-ভজন বা ধ্যান-জপ করা উচিত (উনি অবশ্য 'জপ' করার...
ন’কাকা প্রসঙ্গে
[ ন'কাকার কথা হচ্ছিল |আগের দিনের আলোচনার পর....... ] তবে একটা বিরাট শান্তি কি জানেন – ন'কাকার কথা যখনই ভাবি, তখনই মনটা কেমন শান্ত হয়ে যায়, প্রশান্ত হয়ে যায় ! কারণটা হচ্ছে – ওই যে, সব কিছুতেই...
ন’কাকা প্রসঙ্গে
[ হাওড়া সালকিয়ার দেবকুমার এবং বেলুড়রা রামকৃষ্ণ মিশনের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত ইন্দ্রদার কথা হচ্ছিল | ওরা কিভাবে ন'কাকার কাছাকাছি চলে এল ,সেইসব আলোচনা করা যাক | ] .যাইহোক, দেবকুমারের কাছে...
ন’কাকা প্রসঙ্গে
[ হাওড়ার দেবকুমারের কথা হচ্ছিল | রামকৃষ্ণ মিশনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত হওয়া সত্ত্বেও সে কেন ন'কাকার কাছে দীক্ষাগ্রহন করেছিল সেইসব কথা আগের দিন আলোচনা হয়েছে। আজ তারপর থেকে........] যে সময়ের...
ন’কাকা প্রসঙ্গে
[হাওড়ার দেবকুমারের স্ত্রীর কথা হচ্ছিলো ] সেদিন ওনার (ওই ভদ্রমহিলার) অন্তরের ভক্তি, বিশ্বাস ও ভালোবাসা দেখে সত্যিই নিজেকে খুবই লজ্জিত লেগেছিল ৷ শুধু মনে হচ্ছিলো এই ভক্তিমতী মহিলাটির এত শারীরিক কষ্ট...