স্বামী বাউলানন্দজী

*স্বামী বাউলানন্দজী*
[সম্বশিব/সম্বম] (সম্বম তীর্থদর্শনে যাবার মনস্থ করেছিলেন কিন্তু পেরেন্টপল্লী আশ্রমে এক মায়ের গাওয়া গান শুনে তাঁর মনে হয়েছিল যে, তীর্থে যাওয় উচিত নয়! এই সংশয় দূর করার জন্য স্বামী বাউলানন্দ...

*স্বামী বাউলানন্দজী*
[সম্বশিব/সম্বম] (পূর্ব প্রকাশিতের পর ......স্বামীজীর অনুমতি না নিয়ে আশ্রম থেকে চলে যাবার জন্য সম্বম লঞ্চে উঠতে গিয়ে প্রায় ডুবে মরতে বসেছিলেন। কিন্তু গুরু কৃপায় বেঁচে গিয়েছিলেন।) ঘটনা ঘটে...

*স্বামী বাউলানন্দজী*
[সম্বশিব/সম্বম] (পুর্ব প্রকাশিতের পর) .... একবার কোনো একটি উৎসবে সম্বম, তাঁর স্ত্রীকে নিয়ে পেরেন্টাপল্লী আশ্রমে এসেছিলেন। সাধারণত তিনি উৎসবের চারদিন আশ্রমে থাকতেন এবং পঞ্চম দিনে বাড়ি রওনা হোতেন।...

*স্বামী বাউলানন্দজী*
[সম্বশিব/সম্বম্] স্বামী বাউলানন্দ রচিত আধ্যাত্বিক জিজ্ঞাসা বা Spiritual Enquiry মুদ্রিত হওয়ার পর বৈকুণ্ঠ একাদশীর দিন পেরেন্টাপল্লীর মন্দির দেবতার সামনে তা রাখা হোলো । স্বামীজী সম্বশিবকে এই...

*স্বামী বাউলানন্দজী*
[বিশ্বাসমকে দেওয়া অভিনন্দনপত্রের শেষ ভাগ।] .....আমাদের জ্যেষ্ঠভ্রাতা 'বিশ্বাসম' এই বিরাট প্রোজেক্টের ভার নিজের কাঁধে নিলেন এবং তার পুত্র সুব্বারাও এর সহযোগিতায় এটা নির্মাণ করতে সক্ষম হোলেন । তাঁকে...

*স্বামী বাউলানন্দজী*
[বিশ্বাসমের জন্য অভিনন্দন পত্র।] "শ্রদ্ধেয় গুরুদেব এবং আমার ভাইবোনেরা ! আমি আপনাদের সামনে কয়েকটা বিষয় তুলে ধরছি । গোদাবরীর তীরে, পপি পাহাড়ের পদতলে এই "রামকৃষ্ণ মুনিবাতম" নামক পবিত্র স্থানে, বহু...

*স্বামী বাউলানন্দজী*
[বিশ্বাসম] বিশ্বাসম ছিলেন বাউলানন্দ ভক্তবৃন্দের(তৎকালীন ভক্তবৃন্দকে নিয়ে স্বামীজী যে কমিটি গঠন করেছিলেন_তারই নাম "ভক্তবৃন্দ"!) প্রথম প্রেসিডেন্ট। তাঁর প্রকৃত নাম ছিল শ্রী গাভাম আপ্পারাও । তিনি...

*স্বামী বাউলানন্দজী*
# [ধর্ম - মনুষ্যত্ব]# ১৯৬১ সালের অক্টোবর মাসে মহানবমী উৎসব হয়েছিল । ঐদিন স্বামী বাউলানন্দের জন্মদিন । সেই উৎসবে আমরা (লেখকেরা) আশ্রমে সমবেত হয়ে ছিলাম । কয়েক দিন ধরে প্রবল বৃষ্টিপাতের ফলে গোদাবরী...

*স্বামী বাউলানন্দজী*
[১৯৫৯_১৯৬১ সাল পর্যন্ত স্বামীজীর বিভিন্ন কার্যাবলী ও উপদেশ।] ১৯৫৯ সালের শেষের দিকে স্বামী বাউলানন্দ খুব অসুস্থ হয়ে পড়েন। তাঁর শরীর খুবই দুর্বল হয়ে পড়েছিল । চিকিৎসার জন্য তাকে রাজমুন্দ্রি নিয়ে...

*স্বামী বাউলানন্দজী*
[পি আর এস-এর অবলোপে পেরেন্টাপল্লী আশ্রমের অবস্থা] তারা সকলে চলে গেলেন। পরের দিন আবার তারা সমবেত হলেন। তারা বললেন “আমরা কোনো কথা জানতে চাই না। আমরা যে টাকা দিয়েছি সেই টাকা নিয়ে আমাদের চিন্তা। দয়া...

*স্বামী বাউলানন্দজী*
[ ঈশ্বরের নির্দেশে পি আর এস-এর বিলোপ] হনুমান ছিল স্বামীজীর খুব অনুগত ভক্ত। বলিষ্ঠ সুঠাম দেহ তার। তিনি অসম্ভব বলে কিছু জানতেন না। যে কোনো প্রকারে তিনি স্বামীজীর ইচ্ছাকে সফলরূপ দেওয়ার জন্য চেষ্টা...

*স্বামী বাউলানন্দজী*
[P.R.S-সম্বন্ধে ঈশ্বরের নির্দেশ ও ভক্তদের মন রাখার জন্য স্বামীজীর সেই নির্দেশ পালনে অনীহা ।] পি আর এস-এর কাজকর্ম ভাল ভাবেই চলছিল । অর্থ বিনিয়োগকারীদের এজেন্ট এই ব্যবসার উভয়দিকই দেখাশোনা করছিলেন ।...

*স্বামী বাউলানন্দজী*
[রামরাজত্ব বিষয়ক আলোচনা।] আগের দিন আমরা দেখেছিলাম যে স্বামীজী__ রামরাজত্ব বা প্রকৃত ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য কি কি শর্ত প্রয়োজন সে সম্বন্ধে আলোচনা শুরু করেছিলেন। আজকে সেই আলোচনার বাকি অংশ।।...

*স্বামী বাউলানন্দজী*
[পূর্ব প্রকাশিতের পর] ১৯৪৯ সালের এপ্রিল মাসে শ্রীরামনবমী উপলক্ষে বিক্রম হলের সম্পাদক "রাম রাজ্য পরিষদ মহাসভা"-র আয়োজন করেছিলেন। ওই সভায় স্বামী বাউলানন্দ মহারাজকে সভাপতি হওয়ার জন্য আহ্বান জানানো...

*স্বামী বাউলানন্দজী*
[স্বামী বাউলানন্দের নেতৃত্বে উপজাতিদের লড়াই !] এসব শুনে হেমেনডরফ হতবাক হয়ে গেলেন। কি আশ্বাস তিনি দেবেন ? “ঠিক আছে, আপনি কোনো আশ্বাস দিতে পারবেন না। আপনার সঙ্গে আমাদের বন্ধুত্ব আছে। সেই বন্ধুত্বের...

*স্বামী বাউলানন্দজী*
[*স্বামী বাউলানন্দের সহায়তায় আদিবাসীদের স্বধর্ম বজায় রেখে বেঁচে থাকার লড়াই।*] স্বামীজীকে নূতন পােষাকে দেখে হেমেনডরফ বলে উঠলেন, “স্বামী, এই আশ্ৰম কি এখন কোন মিলিটারী সংস্থা ?” –“না, এটা কোন...

*স্বামী বাউলানন্দজী*
[রেড্ডি ও কোয়া উপজাতির মানুষদের সমস্যা এবং তার সমাধান।] তারা সমবেতভাবে স্বামীজীর নিকট এসে বলল “স্বামী, আমরা কি করব ?” স্বামীজী সমস্ত পরিস্থিতিটা পর্যালােচন করে বুঝতে পারলেন কারও নিকট হোতে কোনো...

*স্বামী বাউলানন্দজী*
[উপজাতিদের নানান সমস্যা এবং তাদের ত্রাতা স্বামী বাউলানন্দ।] Social Service League এর অফিসাররা বাঁশ এবং কাঠের ব্যবসা তত্ত্বাবধান করতেন। ঐ এলাকায় ‘কোয়া' এবং 'রেড্ডি' উভয় জাতিই বসবাস করত। এই সব...

*স্বামী বাউলানন্দজী*
১৯৪৭ সালের ১৫ই আগষ্ট ভারতবর্ষ স্বাধীন হল। নিজাম সরকারকে বলা হল—ইচ্ছা করলে এই রাজ্য ভারত বা পাকিস্থান-এর সঙ্গে যুক্ত হতে পারে অথবা স্বাধীন রাজ্য হিসাবে থাকতে পারে। নিজাম রাজ্যের যিনি প্রধান তিনি...

*স্বামী বাউলানন্দজী*
["ঈশ্বরের অদ্ভুত ইচ্ছা"-র শেষাংশ!] (পি আর এস-এর কাটা বাঁশ ডিপোয় নিয়ে যাওয়া হচ্ছিলো) ঠিক এই সময় বণিকদের সঙ্গে মেয়ে-মজুরদের ঝগড়া বেধে গেল ! মজুররা ধর্মঘটের ডাক দিল। আমাদের বিরুদ্ধে আমাদের...

*স্বামী বাউলানন্দজী*
[ ঈশ্বরের অদ্ভুত ইচ্ছায় P.R.S.-এর সংকটের সমাধান।] { ব্যাংকের কিস্তি ঠিক সময় মত দিতে না পারায় যে সমস্যার সৃষ্টি হয়েছিল তারপর থেকে এই আলোচনা শুরু হচ্ছে} ইতিমধ্যে বাজারে এক অভূতপূর্ব পরিস্থিতি দেখা...

*স্বামী বাউলানন্দজী*
[প্রোভার্টি রিলিফ সোসাইটির সংকট মোচন ও ঈশ্বরের অদ্ভুত ইচ্ছা।।] P.R.S ( Proverty Relief Society)-এর কাজে নতুন করে অর্থ বিনিয়োগ করার জন্য স্বামী বাউলানন্দজী সরকারের নিকট হতে টাকা ধার পেলেন । ওই টাকা...

*স্বামী বাউলানন্দজী*
পি আর এস জানালো যে, তাদের কাছে প্রচুর কাটা বাঁশ আছে, যার বাজারে অনেক মুল্য! ব্যাংক ম্যানেজার বললেন যে, রাজামুন্দ্রী পৌঁছালে সেই বাঁশের মূল্য পাওয়া যায়, নইলে কোনো মূল্য নাই ! শ্রীনাইডু একথায় একমত...

*স্বামী বাউলানন্দজী*
[ প্রোভার্টি রিলিফ সোসাইটির সংকট ও সংকটের সমাধান।] আদিবাসীদের জীবনে সার্বিক উন্নয়ন ঘটানোই স্বামীজীর একমাত্র উদ্দেশ্য ! যতদিন অন্যান্য সূত্রে টাকা এসেছে _সরকারের কাছে হাত পাতার প্রয়োজন হয়নি !...

*স্বামী বাউলানন্দজী*
[ প্রোভার্টি রিলিফ সোসাইটির সমস্যা ও সমাধানের রাস্তা] আইনজীবী ভিয়ান্নার কথামতো__ স্বামীজী, ভিয়ান্না পান্তুলু এবং সাধ্যম্ দেখা করলেন কো-অপারেটিভ সোসাইটির সচিব শ্রী সত্যনারায়ণের সঙ্গে । তিনি খুব...

*স্বামী বাউলানন্দজী*
।। স্বামী বাউলানন্দজী।। ===============®======= [ স্বামী বাউলানন্দজী সম্বন্ধে এই রচনাটি 'আপ্পা ভেঙ্কট রাও'-এর দ্বারা লিখিত । সুতরাং আলোচ্য অংশে যেখানেই "আমি" কথাটি ব্যবহার হয়েছে সেটা আপ্পা বেঙ্কট...

*স্বামী বাউলানন্দজী*
[প্রোভার্টি রিলিফ সোসাইটির সংকট ও সেখান থেকে এর উত্থান!] পরের দিন রাত্রে সাধ্যম্ আবার স্বামীজীর কাছে এলেন। তিনি প্রস্তাব দিলেন—রাজমুন্দ্রী ডিপােতে যে কাঠ এবং বাঁশ আছে সেগুলি বন্ধক রেখে কিছু অগ্রিম...

*স্বামী বাউলানন্দজী*
[প্রভার্টি রিলিফ সোসাইটির সংকটকাল ও সংকটের সমাধান।।] {স্বামী বাউলানন্দজী শ্রীসুন্দরম্ কে বলছিলেন} ..... "এটা হোল শ্রীরামকৃষ্ণের কর্মসূচী। পৃথিবীর কোনো শক্তি এই কর্মসূচী বন্ধ করতে পারবে না। বর্তমান...

*স্বামী বাউলানন্দজী*
অপমানজনক অবস্থায় P. R. S -এর কাজ বন্ধ হবার উপক্রম হল। ব্যক্তিগত ভাবে এই বিষয়ে হস্তক্ষেপ করা ছাড়া স্বামী বাউলানন্দজীর আর কোন উপায় রইল না। অনেক দিন পর তিনি P. R. S.-এর একটা ছােট নৌকা করে...

*স্বামী বাউলানন্দজী*
[প্রভার্টি রিলিফ সোসাইটির সংকটকাল ও এটির অচলাবস্থা] Proverty Relief Service (P.R.S) সংগঠনের কাজ কর্ম ভালভাবেই চলছিল।P.R.S প্রতিষ্ঠিত হওয়ার দু'বছর পরে এর কার্যক্ষেত্র গোদাবরী নদীর উভয় পাশে...